অনলাইন ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সাভারে ধসে পড়া রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এই মামলায় গত ১৭ মে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত রানার জামিন মঞ্জুর করেন। এই জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আলমগীর হেগাসেন ও মো. কায়সার জাহিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা।