জামালপুর সংবাদদাতা : পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ফের বাড়তে শুরু করেছে যমুনার পানি। এতে জামালপুরের সরিষাবাড়ীতে নদীর বাম তীর রক্ষা বাঁধের অন্তত ১০০ মিটার অংশ ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে বসতভিটাসহ নানা স্থাপনা।

স্থানীয় জানান- বাঁধ ভেঙে গেলে তাদের মরণ ছাড়া উপায় কোনো উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শতশত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এনিয়ে তারা খুবই আতংকের মধ্যে রয়েছেন। এছাড়া বাধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। পিংনা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বাঁধে ধস দেখা দিয়েছে। দ্রুত এখানে জিও ব্যাগ ফেলা উচিৎ। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান- যমুনার পানি বৃদ্ধির কারণে বেশ কিছু জায়গা ধসে গেছে। জায়গাটি আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকায় চার হাজার জিও ব্যাগ ফেলে হচ্ছে।