নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার সুফল মিলতে শুরু করেছে। সম্প্রতি একটি হারানো ব্যাগ উদ্ধার করে তা মালিকের কাছে পৌঁছে দেওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সূত্র জানায়, সোমবার বিকেলে ঢাকা থেকে নালিতাবাড়ীতে আসা এক যাত্রী গড়কান্দা এলাকা থেকে একটি অটোরিকশায় করে মানুপাড়া এলাকায় যান। যাত্রা শেষে অসাবধানতাবশত তিনি তার একটি ব্যাগ অটোরিকশায় ফেলে যান।

ঘটনার পরপরই তিনি নালিতাবাড়ী থানায় বিষয়টি জানান। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিজে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শুরু করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট অটোরিকশাটি শনাক্ত করে তৎপরতার সঙ্গে ব্যাগটি উদ্ধার করেন এবং পরে তা মালিকের হাতে বুঝিয়ে দেন।

ব্যাগ উদ্ধারের এই ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন শুধুমাত্র অপরাধ দমন নয়, বরং নাগরিক জীবনের নানা সমস্যার সমাধানেও কার্যকর ভূমিকা রাখছে।

এমন সময়োপযোগী উদ্যোগের জন্য নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও ওসি সোহেল রানার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সিসিটিভি ক্যামেরা কার্যকর থাকলে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষ অধিক নিরাপত্তা ও আস্থার সঙ্গে চলাফেরা করতে পারবেন।