ঝিনাইগাতী প্রতিনিধি ; শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালঝিকান্ধা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে যুবলীগের সভাপতি জাহিদুল সোনারের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় যুবদল নেতা এরশাদ হোসেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাতিয়াগাঁও মাঠখোলায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালঝিকান্ধা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, যিনি মৃত কছিমদ্দিনের ছেলে।
এরশাদ হোসেন অভিযোগ করেন, যুবলীগের সভাপতি জাহিদুল সোনার বিভিন্ন সময় ইউনিয়ন যুবদল এবং তার নিজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করছেন। তিনি আরও দাবি করেন, জাহিদুল তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, স্থানীয় মানিক চাঁদ ও রবিদাশ নামে দুই ব্যক্তি জাহিদুল সোনারের নিকট তিন শতাংশ জমির মালিকানা দাবি করেন, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শালিশ বৈঠকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে জাহিদুল সোনার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সেই জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর জমির প্রকৃত মালিকরা শত শত লোকের উপস্থিতিতে জমির দখল নিতে গেলে জাহিদুল সোনার ঘটনার উসকানি দেন এবং পরে থানায় উল্টো মিথ্যা অভিযোগ দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন মালঝিকান্ধা ইউনিয়ন যুবদলের আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা জাহিদুল সোনারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্ত করে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে জাহিদুল সোনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।