জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসলে নেমে আপন ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চর ভাটিয়ানি গ্রামের দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২), ছেলে আবু সাঈদ (৮) এবং সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৯)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। নিখোঁজ দুই শিশু হলেন চর ভাটিয়ানির আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তার (৮) ও এক অজ্ঞাতপরিচয় শিশু মেয়ে বৈশাখী।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম জানান, সরিষাবাড়ী থেকে বেড়াতে আসা সায়েবা আক্তার ও তার ভাইসহ মোট ছয়জন শিশু বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা সবাই পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠে এসে স্থানীয়দের ঘটনাটি জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা অবস্থান করছে।

 
							
 
							
 
							
                        
 
							








