অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকায় এক কৃষকের দান করা ১ লিটার দুধ নিলামে বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের আগে স্থানীয় আল-হোসাইনিয়া জামে মসজিদে।

স্থানীয়রা জানান, সকালে এক কৃষক মসজিদে ১ লিটার দুধ দান করেন। জুমার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি দুধটি নিলামে তোলে। প্রথমে ২০০ টাকা দিয়ে দাম হাঁকেন এক মুসল্লি। পরে কয়েকজন মুসল্লির মধ্যে শুরু হয় দাম বাড়ানোর প্রতিযোগিতা।

শেষ পর্যন্ত মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়ার প্রস্তাবিত ১২ হাজার টাকার চেয়ে বেশি দিয়ে ১৩ হাজার টাকায় দুধটি কিনে নেন স্থানীয় যুবক ও ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দুর্জয়। পরে তিনি দুধটি এক গরিব মানুষের হাতে তুলে দেন।

মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ ইসলামেই আছে। মসজিদের জন্য ব্যয় করলে আল্লাহ বরকত দান করেন।

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া অর্থ মসজিদ উন্নয়নের কাজে ব্যয় করা হবে।