কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতটি মামলায় সাতজনকে ৩ হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুরাতন বাসস্ট্যান্ড এবং কেন্দুয়া-নেত্রকোণা রোডের নেত্রকোণা মোড়ে অভিযান চালানো হয়।
অভিযানে সরকারি আদেশ অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানা করা সাতজনের মধ্যে: চারজন রাস্তা দখল, নির্মাণকাজ, খাদ্যদ্রব্য বিক্রয় এবং পার্কিং-এর দায়ে ১ হাজার ৬শত টাকা জরিমানা।
তিনজন গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ১ হাজার ৫শত টাকা জরিমানা।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।










