দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই দুর্গাপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে ব্যারিস্টার কায়সার কামালের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ঘোষণার খবর পেয়ে রাতেই উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় তারা উল্লাস প্রকাশ করেন এবং ধানের শীষ, কায়সার ভাই- স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নেতাকর্মীরা জানান, কায়সার কামাল একজন জনপ্রিয় নেতা। এই খবরে আজ বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। দুর্গাপুর-কলমাকান্দার মানুষের হৃদয়ে তিনি যে অবস্থান তৈরি করেছেন, তা স্পষ্টই জানিয়ে দেয় তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।