কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

মনোনয়ন পাওয়ার পর (৪ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহ আমার প্রিয় বাবা-মাকে ক্ষমা করো, তাদেরকে শান্তি দাও, কবরের কষ্ট থেকে রক্ষা করো এবং জান্নাতে সবচেয়ে উঁচু স্থান দান করো। আল্লাহ, বাবা-মাকে নিজের হেফাজতে রাখো। আজ থেকে আমি তাদের দোয়ার স্মৃতি নিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করছি। আমাকে দৃঢ়তা, সাহস ও নিরাপত্তা দান করো।

ড. হিলালী বিএনপির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতা এবং এলাকাবাসীর কাছে একজন শিক্ষিত, সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত। তার মনোনয়নকে স্বাগত জানিয়েছেন কেন্দুয়া ও আটপাড়া উপজেলার নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, দলের এই যোগ্য প্রার্থী জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জন্য আবারও ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

ড. হিলালী এবার কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকা থেকে ‘ধানের শীষ’ প্রতীকে লড়বেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।