সোহরাব উদ্দিন খান : সচেতন হই, নিরাপদ থাকি, মাস্ক ব্যবহার করি এই বিষয়টি সামনে নিয়ে নববর্ষ, গণসচেতনতা, অফার, ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি উপলক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে শনিবার সকালে ময়মনসিংহ রাম বাবু রোড ওয়ালটন প্লাজার শো রুম থেকে ওয়ালটনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওয়ালটন শো-রুমে এসে-শেষ হয়।

এ সময় র‌্যালীতে নেতৃত্ব দেন এরিয়া ম্যানেজার সুমন চন্দ্র বসাক, ক্রেডিট অফিসার মো: সিরাজুল ইসলাম, ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: আনিসুর রহমান, সুধীর কুমার ধর, শাহানাজ পারভীন, এরিয়া মনিটরিং অফিসার মো: লুৎফুর রহমান, ল্যাপটপ মনিটরিং অফিসার হুমায়ন কবির সহ প্রমুখ। র‌্যালীতে রাম বাবু রোড, ধোপাখলা মোড়, স্টেশন রোড শো-রুমের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।