গৌরীপুর প্রতিনিধি : অভিনব কায়দায় নিজ ইউনিয়নবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন ময়মনসিংহ গৌরীপুর ১০নং সিধলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ খোকন। শতাধিক মোটরসাইকেল ও নেতাকর্মীদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গ্রামের মেঠোপথে নানান বাহারি পোশাকে সজ্জিত মোটরসাইকেল আরোহীদের দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধা-বনিতা।
গ্রামের বিভিন্ন মোড়ের বাজারে থেমে থেমে মানুষের সাথে নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন আবু হানিফ খোকন। এছাড়াও দীর্ঘদিন যাবত এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন তিনি।
মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি ওমর ফারুক, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সিধলা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলা আওয়ামী অনলাইন বোট এর সহসভাপতি লোকমান হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, ফজল হক, যুবলীগ নেতা খোকন সরকার, কালা চান প্রমুখ।










