আরিফ আহম্মেদ : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ ও আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি প্রমুখ।