জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আগামী নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে সরিষাবাড়ি পৌরসভার বাউসি পপুলার এলাকায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খানের উপর এ হামলার ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিক্রিয়ায় মেয়র প্রার্থী ফজলুল হক খান জানান, সকাল ১১টার দিকে তিনি একটি জানাযা নামাজে যায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত তার ওপর হামলা হয়। ক্ষমতাসীন দলের স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে