নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলে মুজিব বর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা পুলিশ। শোভাযাত্রার স্লোগান ছিল- ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। বুধবার দুপুরে শোভাযাত্রাটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায়, এডিশনাল এসপি (ক্রাইম) আহাদুজ্জামান মিয়া, এডিশনাল এসপি (সদর সার্কেল) রেজাউর রহমান, জেলা পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন প্রমুখ।










