অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে বন্ধ থাকার সাত সপ্তাহ পর সোমবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে আবারও গন্তব্যে ছুটে চলছে ট্রেন। সকাল থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। সকাল ৯টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে ‘পারাবত এক্সপ্রেস’, চট্টগ্রামের উদ্দেশে ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’এবং ময়মনসিংহের উদ্দেশে লোকাল ট্রেন বলাকা কমিউটারকে ছেড়ে যেতে দেখা গেছে। তিনটি ট্রেনেই তেমন যাত্রী ছিল না। অর্ধেক আসন ফাঁকা থাকলেও বাড়েনি ভাড়া।

সোমবার সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলবে বলে রবিবার রেলওয়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়। এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।