স্টাফ রিপোর্টার : ২০১৯ সালে ডিজিটাল সেবায় সমাজ সেবা অধিদপ্তর বাংলাদেশ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ঘোষিত হওয়ায় তাকে পুরষ্কৃত করা হয়। সেই উপলক্ষ্যে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তর এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কার্যালয় শহরের কাঁচিঝুলি রোডে আলোচনা সভায় জেলা সমাজসেবা কর্মকর্তা (উপ-পরিচালক) আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ সেবা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রকিব আহমেদ, উপ-পরিচালক আলী হায়দার ভূঁইয়া, সহকারী পরিচালক ফারযানা আনসারী, সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, রোমান সচেতন সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী টাউন হল থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়।