এস.এইচ.এম. এহসান : জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সরিষাবাড়ী অনার্স কলেজ ক্যাম্পাসে শনিবার সকাল ৯টা থেকেই হাজারো মানুষের ঢল নেমে আসে। এ উপলক্ষ্যে শনিবার সকালে সরিষাবাড়ী অনার্স কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মো. ছরোয়ার জাহানের সার্বিক তত্ত্বাবধানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এএসএম মিজানুর রহমান প্রমূখ। সভাশেষে সরিষাবাড়ীর সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন বাদশা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এ এস এম মিজানুর রহমান, পৌর মেয়র মো. রুকনুজ্জামান রুকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা লতিফ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, যুবলীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমূখসহ আরো অনেকে। আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ার জাহান।










