জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পেটে আঘাত ও পরে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে সরিষাবাড়ী পৌরসভার বাউসি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শিল্পী আক্তার (২৫)। সে ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি শওকত আলীর স্ত্রী।

নিহত ওই গৃহবধূর পেটে আঘাতের চিহ্ন এবং তার ডান হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত বৈদ্যুতিক ছেঁকার পোড়া চিহ্ন রয়েছে বলে দাবি স্বজনদের। পরে এলাকাবাসীদের মনে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে খবর দেয়া হয়।

তাদের দাম্পত্য জীবনের রোজা খাতুন নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।