সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ বক্তব্য রাখেন। এরপর দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










