স্টাফ রিপোর্টার : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৬ নভেম্বর) ময়মনসিংহে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‌্যালী শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি বিভাগের ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগের যুগ্ম নিবন্ধক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটূ। তিনি বলেন- বিভাগে প্রায় ৯ হাজার সমবায় সমিতির উদ্যোগে ৪০ হাজারেরও অধিক লোকের কর্মসংস্থানে ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান বিপিএম সেবা প্রমূখ।

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সোনার তরী মাল্টি পারপাস লি. এর সভাপতি শাহজাহান পারভেজ এবং রূপসী বাংলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লি. এর আবুল হোসেন পাশা এবং পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. সভাপতি সেলিম মিয়া।