ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক তরিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সামী উসমান গণী, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম, আসাদুজ্জামান রানা, মামুন তালুকদার, মো. আবু রায়হান প্রমুখ।