স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট (চিকিৎসা প্রযুক্তিবিদ) পরিষদ ময়মনসিংহ জেলা শাখার নতুন গঠিত হয়েছে। কমিটিতে মোঃ আবু সাঈফ সরকার রিফাতকে সভাপতি এবং মোঃ রাশেদুল হক তাজীব সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ৩১ শে জানুয়ারী শুক্রবার ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট (চিকিৎসা প্রযুক্তিবিদ) পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো: আশিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিএমএ সদস্য ডা: আশিকুর রহমান, স্বাচীপ সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা: মো: মাসুদুর রহমান, ময়মনসিংহ জেলা যুবলীগ সদস্য মো; আসাদুজ্জামান রুমেল, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: নুরুল আনোয়ার ফারুকী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো; ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: হাসানুজ্জামান।