আজহারুল ইসলাম : ধোবাউড়ায় অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লার উদ্যোগে “পুলিশ জনতা ভাই ভাই, মাদকমুক্ত দেশ গড়তে চাই” মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ দক্ষিণ মাইজ পাড়া চারুয়াপাড়া বাজার সংলগ্ন সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হকের সভাপতিত্বে ইউপি সচিব আব্দুল জলিল আকন্দ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের, চারুয়াপাড়া কোম্পানী কমান্ডার মনির হোসেন, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নায়ক দুলাল, সাধারণ সম্পাদক নুরুল হুদাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।