নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্বদরিল্লা-বিলভাদেরা গ্রামের সংযোগস্থল সুখাইজুরি নদীর পুরাতন খেয়া ঘাটেই ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করতে এলাকাবাসী জোর দাবী জানিয়েছে। সরজমিন পরিদর্শনে জানা যায়, পূর্বদরিল্লা হোসাইনীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ২০০ বছরের পুরাতন খেয়া ঘাটের স্থানে পূর্বদরিল্লা-বিলভাদেরা গ্রাম সহ আশপাশের ৭টি গ্রামের মানুষের স্বপ্নের দাবী সুখাইজুরি ব্রীজ নির্মাণ করার।

নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের ঐকান্তিক দৃঢ় প্রচেষ্টায় উক্ত স্থানে একটি ব্রীজ নির্মাণ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে সেখানে ব্রীজটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন সময়ের অপেক্ষামান মাত্র। আমরা (এলাকাবাসী) সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুন:নির্ধারিত সুখাইজুরি নদীর খেয়া ঘাটেই ব্রীজ নির্মাণের দাবী জানাচ্ছি।