গৌরীপুর প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুরে শেষ পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে শোভা যাত্রা বের করেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হযরত আলী (প্রতীক নৌকা)। এ সময় হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন তিনি। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, উপজেলা যুব লীগের সভাপতি মোঃ সানাউল হক, নৌকাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহারকারী নুর মোহাম্মদ রবিন, উপজেলা আওয়ামী লীগ নেতা গোবিন্দ বণিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় নৌকাকে বিজয়ী করতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তাঁরা।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান- আগামী ২৬ ডিসেম্বর গৌরীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত ১২টা থেকে বন্ধ হয়ে যাবে প্রার্থীদের সবধরনের প্রচার-প্রচারণা।










