রফিকুল ইসলাম : নেত্রকোনা কেন্দুয়ায় সরকারি ভাবে আমন ধান ক্রয়ে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের,১৪০ মাসকা ইউনিয়নের১৪১,পাইকুড়া ইউনিয়নের ১৪১জন কৃষক এ লটারীতে নির্বাচিত হয়েছে।

লটারী অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম। লটারী অনুষ্ঠানটির পরিচালনা করেন উপজেলা খাদ্য কমিটির সভাপতি উপজেলা নির্বাহী আফিসার আল-ইমরান রুহুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সুমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শামছুদ্দিন আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, কৃষি বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিক এবং সুধীবৃন্দ। এ বিষয়ে কেন্দুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানান,আমন ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯শ ৭৩ মেট্রিকটন।