সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইজুল ওয়াসিমা নাহাত এর নেতৃত্বে মোবাইল টিম আরামনগর বাজারে অভিযান পরিচালনা করে দোকানে মূল্য তালিকা না থাকায় ও বেশী দামে তেল বিক্রি করার অপরাধে মেসার্স ব্রাদার্স ওয়েল মিলকে ৬,০০০ টাকা, সিয়াম ষ্টোরকে ৫,০০০ টাকা, বৃষ্টি ষ্টোরকে ৩,০০০ টাকা এবং এনামূল ষ্টোরকে ৩,০০০ টাকা জরিমানা করে।