বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে সাথেই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কমার্শিয়াল ব্যাংক সোনালী ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহ¯পতিবার (২৪ মার্চ) সকালে ময়মনসিংহ সোনালী ব্যাংক চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বড় বাজার, স্বদেশী বাজার ও গাঙ্গিনার পাড় গোল চক্কর প্রদক্ষিণ করে ব্যাংক চত্বরে শেষ হয়েছে। শোভাযাত্রায় ব্যাংকের বিভাগীয় কার্যালয়, প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা, বিজনেস সেন্টার শাখা, বিনা শাখা ও মৎস্য গবেষণা শাখার শতাধিক নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করে। শোভাযাত্রা শেষে ব্যাংক চত্বরে সমবেত নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণকে জনমানুষের সেবায় অধিকতর মনোযোগ নিবেদন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাঙলা বিনির্মাণে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।
শোভাযাত্রায় সহকারি মহাব্যবস্থাপক চন্দন কুমার সাহা, এস এম আনছারুল ইসলাম, আব্দুল¬াহ আল মামুন, মো. মেহেদী হাসান নেতৃত্ব দেন। শোভাযাত্রায় সোনালী ব্যাংকের অফিসার সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার’স পরিষদ, বঙ্গমাতা পরিষদ ও কর্মচারী সংগঠন এমপ¬য়ীজ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)










