অনলাইন ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের সড়কের অবস্থা ভালো। এমনকি গাজীপুরেও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তাই এবার ঈদ স্বস্তিতেই কাটবে বলে আশা করছি। টার্মিনালের বাইরে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে—দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মালিকপক্ষ আশা করি বিষয়টি দেখবে। সামনে যাতে এটি না হয়, সেই ব্যবস্থা নেবে।’ শনিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সকালে বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেকের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জের যাত্রী সোহেল মিয়া (৩৪) বলেন, ‘ভাড়া যেখানে সর্বোচ্চ ৩০০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৪০০-৫০০ করে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।’ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ যখন আসছে, বুঝে নিতে হবে সত্য। এটি মিথ্যা হওয়ার সুযোগ নেই।’ কীভাবে এটি রোধ করা যায়, মালিকদের সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে টার্মিনাল ঘুরে দেখা যায়, দুই দিন আগেও যেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল, সেখানে অনেকটাই ফাঁকা। নির্ধারিত সময়েই ছাড়ছে গাড়ি।










