স্টাফ রিপোর্টার : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন, শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, যুব উন্নযন কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।










