গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- 'ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ' এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। গত ১৯ মে থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ শেষ হবে ২৩ মে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।
শোভাযাত্রার পূর্বে ছয়জন সেবা গ্রহীতাকে নামজারির কাগজ, অনলাইন সেবা ফরম ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।










