স্টাফ রিপোর্টার : ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। রবিবার (২২ মে) প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনের পর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রেস কনফারেন্সের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস.এ.এম রফিকুন্নবী
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, ময়মনসিংহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহে প্রদত্ত সেবাসমূহ হল: ই-নামজারি আবেদন গ্রহন, অনলাইনে ভূমি কর আদায়, সিএস/এসএ/পর্চা প্রাপ্তির আবেদন, এলএ কেসের ক্ষতিপূরণ চেক প্রদান, ডিসিআর ও খতিয়ানের কপি প্রদান ও ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান।










