স্টাফ রিপোর্টার : অন্ধকারে আলোর মশাল জ্বালাবোই, দিকে দিকে জ্ঞানের প্রদীপ জ্বালাবোই ১২৩ তম নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে বুধবার (২৫ মে) সকালে বাংলাদেশ নজরুল সেনা কেন্দ্রীয় কার্যকরী সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নজরুল সেনা কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মো: এনামুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ নজরুল সেনার সভাপতি মো: মিজানুর রহমান খান লিটন, সহ সভাপতি ও জাহাঙ্গীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আহমেদ সহ কার্যকরী সংসদের সকল সদস্যরা। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানসূচীর আয়োজন করা হয়।










