গৌরীপুর প্রতিনিধি : যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গৌরীপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গৌরীপুর পৌর শহরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের পাট বাজার মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক একেএম শহীদুল্লাহ্, যুবদল নেতা মিন্টু সরকার, গোলাম মোস্তফা কামাল, সুলতান ইসলাম, আলম, তাওহীদ, খায়রুল প্রমুখ।