নান্দাইল সংবাদদাতা : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন এবং দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুরের সভাপতিত্বে পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোসলেম উদ্দিন ফকিরের সভাপতিত্বে দুপুর ২টার দিকে এক শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শাজাহান কবির সুমন, সালাউদ্দিন হুমায়ুন, উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম শাহান, নাজিম উল্লাহ লিটন, এমদাদুল হক ভুইয়া প্রমূখ।