গৌরীপুর প্রতিনিধি : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আমার টাকায় আমার সেতু’ স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পাবলিক হলে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। মূল অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহ, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।










