অনলাইন ডেস্ক : সামনের সংকট মোকাবিলার জন্য সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের অভিঘাতে বাংলাদেশ যাতে জর্জরিত না হয়, সে জন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপি প্রশ্ন তোলায় সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের শাসনামলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কখনও ৫ বিলিয়নের উপরে ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের কারণেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিযন ডলারের বেশি। তার নেতৃত্বেই বাংলাদেশের রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউজ ইউক যখন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে নিবন্ধ প্রকাশ করে, তখন আমাদের দেশের একদল হতাশাবাদী ব্যর্থ রাজনীতিক হায় হায় রব তোলে। তাদের মনে রাখা উচিৎ- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত রাষ্ট্রগুলো যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সেখানে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।










