স্টাফ রিপোর্টার : 'দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (১৩ অক্টোবর) বুধবার সকাল ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ এর সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিফুর রহমান প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 
 
							 
 
							 
 
							 
                         
 
							









 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                