অনলাইন ডেস্ক : হজযাত্রীদের সৌদি আরব যাত্রা সহজ করতে ‘রোড টু মক্কা’ নামে একটি সমঝোতা স্মারকে সই করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ‘আমরা দু'টি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেছি। সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্টের আওতায় দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণের বিষয় থাকবে। আর দ্বিতীয় চুক্তি ‘‘রোড টু মক্কা’’ এর আওতায় হজযাত্রীদের কিভাবে আরও সুবিধা দেওয়া যায় সেটা থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশ থেকে প্রচুর লোক প্রতি বছর হজ, ওমরাহ এবং ব্যবসায়ীক কাজে সৌদি আরবে যান। এ ছাড়া শিক্ষার জন্যও যান। রোড টু মক্কার মাধ্যমে তাদের যাতায়াত নির্বিঘ্ন হবে। যাত্রীদের ইমিগ্রেশন, লাগেজ চেকিং সব বাংলাদেশ কাস্টমস থেকে হয়ে যাবে। ফলে তাদের দ্বিমুখী চেকিংয়ের ঝামেলা পোহাতে হবে না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, অদক্ষ শ্রমিকদের পাশাপাশি দক্ষ শ্রমিকদের বিশেষ গুরুত্ব দেবে সৌদি আরব।’ এর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশ সেজন্য প্রশিক্ষণ কেন্দ্র করেছে, সেখানে প্রশিক্ষিত করেই জনশক্তি রফতানি করা হয়।

রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।