হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা বিএনপি'র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল এর উদ্যোগে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, জেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, মোল্লা মোহাম্মদ আলী সাবরী মনি, মো. মন্নাছ আলী মেম্বার, দুলাল ফকির, ইসমাইল হোসেন, আব্দুল কাদির মেম্বার, এবিএম হিশাম বাক্কার, রহিম উদ্দিন, সিরাজুল ইসলাম, সুজারুল ইসলাম সুজা, মতিউর রহমান মতি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, রুবেল রানা, রবিউল, দেলোয়ার সিদ্দিক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুষার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃব পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, ‘সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, এইদেশে কোন আইন নাই, মানুষের মৌলিক অধিকার নাই, মানুষের স্বাধীনতা নাই।
দেশে গণতন্ত্রের লেবাসে একটা গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার কায়েম করেছে, স্বাধীন বাংলাকে তারা ধ্বংস করে দিয়েছে। আর সময় নাই, আমাদের আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটাতে হবে।’










