মধুপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলেরর মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১’টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মধুপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ার যষ্ঠিনা নকরেক, সার্কেল অফিসার কামরান হোসেন, মো: তারিক কামাল ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুপুর প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ মধুপুরের বিভিন্ন সুধী মহল, সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।