স্টাফ রিপোর্টার: স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ বর্ণাঢ্য র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান মিয়া, উপজেলা মহিলা কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।