নিজস্ব প্রতিবেদক: বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে হাত ধোয়া কর্মসুচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।