তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে প্রকাশ্য দিবালোকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাগুলী আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল মান্নানের ছেলে মো. শাহজাহান মিয়া বাদী হয়ে প্রতিবেশী আবু বক্কর, আব্দুছ সাত্তার ও নেয়াজ আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শাহজাহান মিয়া জমি ক্রয়ের জন্য সম্প্রতি নিজস্ব খামারের চারটি গরু ও ফিসারির মাছ বিক্রি করেন। এ বিক্রির টাকাসহ তার ঘরে ছিল নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার বাবদ ২ লাখ ১০ হাজার টাকা। শুক্রবার দুপুরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালিয়ে ওই অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
হামলার সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় শাহজাহান মিয়া বাধা দিতে গেলে তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালানো হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এতে শাহজাহান মিয়া আহত হন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।










