সংবাদদাতা : জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্বিতীয় প্লাটফর্ম নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে এলাকাবাসী ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর তারা ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক সামনুরী ইমামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাঁশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর ইউনিয়নের লক্ষাধিক মানুষ এই স্টেশনের ওপর নির্ভরশীল। তাই সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং দ্রুত দ্বিতীয় প্লাটফর্ম নির্মাণ এখন সময়ের দাবি।

নরুন্দি রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. মাহমুদুল হক জানান, যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।