স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্ত চিন্তা বাংলাদেশ এর জেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে প্রথম পরিচিতি সভা ময়মনসিংহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে মুক্তচিন্তা বাংলাদেশ ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক প্রফেসর ডঃ মোঃ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডঃ মোহাম্মদ বদিউজ্জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক, সদস্য ডাক্তার পারভেজ সামস, প্রফেসর ডক্টর মোহাম্মদ আমির হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ শহিদুল ইসলাম, কৃষিবিদ মোঃ সানোয়ার হোসেন, প্রফেসর ডক্টর তাহসিন ফারজানা মুন্নি, ডাক্তার ইশা খান তাজ, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন, প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদার। সভায় কেন্দ্রীয় কমিটি অনুমোদিত ৬০ সদস্যের কমিটি উপস্থাপন করা হয়।










