নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে শাহীন শিক্ষা পরিবার (এনইএফ ফাউন্ডেশন) আয়োজিত বার্ষিক ‘শাহীন বৃত্তি পরীক্ষা-২০২৫ শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

নালিতাবাড়ী শাহীন স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জানা যায়, ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়।

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার পরিচালক রবিন খান বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, আগামী ২০ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।