ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শনিবার ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় প্রতিপাদ্য নিয়ে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অনিন্দাতা রাণী ভৌমিক।
অন্যান্যদের মধ্য থেকে আদর্শ ক্ল্বা কো-অপারেটিভ চেয়ারম্যান আবু ছালে, উত্তরণ ক্ল্বা এর জয়নাল আবেদিন, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খাঁন সহ আরো অনেকেই।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবসটি জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।

 
							
 
							
 
							
                        
 
							






