ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপুরণ কারখানা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষক-কৃষানীরা।
শনিবার (১নভেম্বর) কাফনের কাপড় পড়ে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা খানিক সময় মানববন্ধন করে ভুক্তভোগী কৃষক কৃষানীরা।
কৃষকদের দাবী ৩৩৫. ৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির টাকা প্রায় পনের বছরে প্রায় ৩৩ কোটি টাকা । তারা বলেন,উপজেলা প্রশাসন হতে সুপারিশ কৃত ক্ষতিপুরণের টাকা মিল কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে না দিলে কঠোর আন্দোলনে নামবো।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কৃষক প্রতিনিধি প্রকৌশলী রুহুল আমীন,আবদুর রহিম আকন্দ,মনির তালুকদার, নুরুজ্জামান কবির, মাসুদ রানা, জনাব আলী মন্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মন্ডল, আবুল বাশার মন্ডল, কারী জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, রবিন সহ নেতৃবৃন্দ। বৃষ্টিতে ভিজে শতাধিক কৃষক-কৃষাণীরা তাদের পরিবারের লোকজন নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগেও বেশ কয়েকবার কৃষকরা তাদের ক্ষতিপূরণের জন্য মহাসড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোম্পানির স্থানীয় কিছু দালালদের কারণে তাদের ক্ষতিপূরণ আদায় করতে পারেননি।

 
							
 
							
 
							
                        
 
							







