নিজস্ব প্রতিবেদক:
মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন হালুয়াঘাটের সমাজসেবক আলহাজ্ব সালমান ওমর রুবেল। প্রতিবারের মতো এ বছরও তিনি হালুয়াঘাটে আয়োজন করেছেন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প যেখানে প্রায় ৫,৬৫৫ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১,৫১৫ জন রোগীকে ছানী অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রথম ধাপে যেসব রোগীকে ছানী অপারেশনের জন্য ময়মনসিংহ বিএনএসবি হাসপাতালে নেওয়া হয়, তাদের সঙ্গে দেখা করতে যান আলহাজ্ব সালমান ওমর রুবেল। অসহায় মানুষদের চোখে নতুন আলো ফেরানোর এই মুহূর্তে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন,
মানুষ হিসেবে এমন এক অনুভূতি কাজ করে, যা শুধুমাত্র আমি আর আমার আল্লাহই জানি। আমি এই অনুভূতি-এই ভালোবাস-হালুয়াঘাটবাসীর সহায়তায় জীবনের শেষ দিন পর্যন্ত পেতে চাই। আমি চাই, আমার অবহেলিত হালুয়াঘাট-ধোবাউড়ার মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের ভাগীদার হতে।
তিনি আরও বলেন,আল্লাহপাক যেনো আমাকে আমৃত্যু অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন।
মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের মতে, সমাজের অসহায় মানুষের পাশে এভাবে দাড়ানোই একজন প্রকৃত জননেতার পরিচয়।
উল্লেখ্য, সালমান ওমর রুবেল ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী। তিনি ওমর ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হিসেবেও এলাকার অসহায় মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 
							
 
							
 
							
                        
 
							







